সময় টা খুব কঠিন না হলে-
                 সুস্থ মানুষ সংখ্যা লঘু হত না।
                 রাজনীতি, কুটিল আঁধার পথে
                 ঘুরতে ঘুরতে বর্জিত হত না নীতি।


সময় টা খুব কঠিন না হলে-
               অসহায় বোধ করত না,
                আইন-মানা নাগরিক।
               যুক্তিহীন উন্মত্তা, হত না রীতি।


সময় টা খুব কঠিন না হলে-
       ধর্ম, মানুষের চেয়ে দামী হত না।
        আইনের পথ কে টলাত না,
         ভোট বাক্সের জটিল হিসেব।


সময় টা খুব কঠিন না হলে-
      কবিরা নির্ভয়ে লিখতে পারত।
      সত্যিকথা সোজা ভাবে-
       নিশ্চিন্তে বলা যেত বেশ।