মায়ের ভিটেতে ছেলে  পর
মায়ের নোয়া,লোহার শিকল;
বুটের আঘাতে ভেঙেছে পাঁজর।


ধানের জমিতে ফলেছে নীল
প্রতিবাদের প্রতিউত্তরে, চাবুক;
মায়ের শরীরে  নখের আঁচড়।


রক্ত ঝরেছে অলিতে গলিতে
জমাট রক্ত ফাঁসির দড়িতে;
অন্ধ সেলে মানব-পাশবিকতা।


কালো চামড়ায় মুখ ঢেকেছে
মানুষ মাপার পরিমিতি;
লাঞ্চিত ‘মা’ দ্বিখন্ডিতা।


রক্ত গঙ্গার আহুতি দানে
আত্ম মর্যাদার ইতিকথা;
স্বাধীনতা,আমার স্বাধীনতা !