তোমরা হবু-গোবু মন্ত্রী নেতা
মাছ মাংসের মোটা ক্রেতা;
পুষ্টি-সুখে, গোষ্টি-সুখে
সদাই থাকো হাসি মুখে।


আমরা খিদের টানে ছুটি
সকাল সন্ধ্যে হুটোপুটি;
পোকা-কাটা,ফুঁটি-ফাটা
অদ্ধ শুকনো,অদ্ধ ফোটা।


বোঝা পিঠে হামাগুড়ি
তিরিশ গেলেই বুড়োবুড়ি;
জরি বুটি আর জল পড়া
ভোটার আমরা জ্যন্ত মড়া।


বুকের ব্যথায় ঢেঁকুর তুলি
আমলকীতে দুঃখ ভুলি;
তোমার বুকের ব্যথা দামী।
দেশ বিদেশে ডাক্তার নামী।


নিয়ম, নীতি,শাসন, আইন
আমরা ভাঙলে দেব ফাইন;
ও সব কিছুর ঊর্ধ্বে তোমরা
দেশের দশের প্রাণ ভোমরা।


সত্যর, মিথ্যা, আইন, কানুন
দল, নীতি, আদর্শ আর ‘নুন’
যেমন তোমরা চাইবে হবে
বদল কিসের কোথায় কবে?


বেঁচে, মরে চড়বে বিমান
তোমরা দামী,তোমরা ধীমান;
আমরা আমজনতা জনার্দন
          ফাটকা কেনা মূলধন।