‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’!
আপনার এ কথাটি রাখতে পারলাম না ভারতচন্দ্র
আমাদের ক্ষমা করবেন...
দুধভাতের ব্যবসাটা এখন খুব একটা লাভজনক নয়
আমাদের সমাজপতিরা প্রবৃদ্ধির অঙ্ক কষে
ঢুকে পড়েছেন নিকষ অন্ধকারে,
তাই আমাদের সন্তানদের প্রতিটি মুহূর্ত কাটে এখন
হেরোইন আফিম আর ইয়াবার সাথে!


‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি’
প্রাণের সুকান্ত ফিরিয়ে নিন আপনার এ কথাটাও-
এ সমাজকে আমরা রেখে যাচ্ছি শ্বাপদের হাতে!
আমাদের সন্তানদের জন্য রয়েছে এক
হৃদয়হীন আদর্শহীন শিক্ষাব্যবস্থা লুটেরা সংস্কৃতি;
আমরা রেখে যাচ্ছি কলুষিত রাজনীতি দস্যুতা
বিচারহীনতা দুর্নীতি ধর্মীয় উগ্রতা আর অন্ধতা।
আমরা রেখে যাচ্ছি খাদ্যে বিষক্রিয়া বিকলাঙ্গতা
আমরা রেখে যাচ্ছি পরিবেশের বিপন্নতা মরুময়তা!
আমাদের দুহিতার জন্য রেখে যাচ্ছি এক ধর্ষণপ্রিয় সমাজ
তারা অবলীলায় ধর্ষিত হবে খুন হয়ে যাবে
নিরাপদ(!) ক্যান্টনমেন্টে সংসদে সচিবালয়ে থানায়
পার্কে লঞ্চের কেবিনে আর নিজ বাড়ির উঠোনে!

‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’
আপনি আমাদের সঠিক চিনেছেন স্পষ্টভাষী হূমায়ূন আজাদ!
আমরাতো অভ্যস্ত হয়ে গেছি নষ্টদের পূজায়
ওদের গলায় আমরা জয়মাল্য দিতেই ভালোবাসি,
আমাদের বিবেক ভালোবাসা মানবতা বিসর্জন দিয়ে
আমরা দ্রুত নষ্ট হয়ে উঠছি-
কারণ এই বাংলাদেশে টিকে যাবে শুধু নষ্টরাই!