জানিনা কেন পড়ছে তোমায় মনে  
কেন তোমার শব্দ আসছে কানে
সুপ্ত ছিলে কেনই মুক্ত হলে
কেন তুমি আমায় আবার কাঁদালে??


কেমন আছো তুমি আমায় ছাড়া
কেমন আছে ওই সন্ধ্যা শুকতারা
মনে কি পরে তোমার আজও
গঙ্গার ধার শপিইং মল বা
তেপান্তরে মাঠ, যাতে ছিল
আমাদের শুধু আমাদের অবাধ যাতায়াত


উত্তর আসবেনা তুমি আসবে জানি,
পড়ছে মনে গুরুদেবের অমৃত বাণী,
"তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম" ॥


কাঁদতে রাজি যদি কারণ তুমি,
এই অনুভূতি তোমর থেকেও দামি
কেবল বোঝে প্রেমিক,কবি আর আমি
"আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো"।
----------------------------------------------------