আতা গাছে তোতা পাখি
        ডালিম গাছে মৌ
এসব তো খুব পুরোনো
        পড়ছে না আর কেউ।
অ আ ক খ ই ঈ
        পরে কি আর লাভ
চলতে হবে সময়ের সাথে
A B C D পড়তে হবে ফাস্ট।।


কাকা, কাকিমা, জ্যাঠা,,জ্যাঠিমা
        উফ: বলা খুব কঠিন
সহজ কোথায় বলতে শেখো
        Uncle আর Aunty বলো
বাবা বদলে Dad হয়েছে
        মা বদলে Mom
ছোট্টো  কোথায় বলতে শেখা
       এখন খুবি প্রয়োজন ।।


ছৌ, কিত্ কিত্, পিটু কবাডি
       ভুলেছি অনেক আগেই
ফুটবল টাও ভালো লাগেনা
       কাঁদা লাগার ভয়ে।  
বিদেশী খেলা ভালো লাগে,
       তাই খেলে শুধু একা
তা যদি হয় কম্পিউটার-এ
       তবেইতো খেলার মজা ।।


বাংলা মানে সর্ষে ইলিশ,
        এখন এসব অতীত
চাইনিস আর ফাস্টফুড ফোটায়
       খিদের মুখের হাসি।
বাংলা খাবার রান্না করা
       খাটনি অতি ভারী
চট জলদি রান্না করা
      চেষ্টা চলচ্ছে আহামরি।।


বঙ্গ নারীর অঙ্গে শাড়ি,
       যাই নাকো আর দেখা
ব্যাস্ত জীবনে সময় নষ্ট,
      করা যায় নাকি বোকা!!
জিন্স প্যান্ট টাই কমফোর্টেবলে,
      পরতেও ভালো লাগে।
ধুতি পাঞ্জাবি কে পরবে
      বাঁধতে পারিনা যে।।


দিনের পর দিন আর
      রাতের পর রাত
একটু করে বদলে যাচ্ছে
       কত আদি অভ্যাস।
বদলে যাচ্ছে চিন্তা ভাবনা
       আর মনের বিকাশ
বদলাতে গিয়ে বাঙালি ভুলছে
       বাঙালির রীতি রেওয়াজ।।


মুচকি হেসে লিখছে সময়
       কালান্তরে খাতার পাতায়,
ভুলছো ইতিহ্য, বদলাচ্ছ আভিজাত্য
       যাও বদলে যাও!!
তৈরী থেকো আসছে সেদিন,
       বাংলা থাকবে বাঙালি হীন
তখন মৃতঃ বাঙালি বাঁচবে
        কেবল ইতিহাসের পাতায়।।