তোমায় প্রথম দেখার অনুভূতি
          নিষ্পাপ শিশুর মুক্ত হাসি।
নক্ষতের মাঝে উজ্বল যেমন চাঁদ,
          আমার চোখে তোমার আবির্ভাব।
শান্ত, স্নিগদ্ধ, শীতল, উদীপ্তমহি
           তোমার মোহে অন্ধ আমি
তোমায় ছুঁয়ে বাতাস আমার শ্বাসে
          মন-মোহিনী গন্ধ যেন চারপাশে
মাতলা নদীর স্রোতের মতো পাগল
          তোমার আমার ভালোবাসার শহর।।


হঠাৎ শব্দে চোখ খুলে দেখি,
        বাস্তবের বিছানায় শুধু একই আমি
“যে ছিল আমার স্বপনচারিণী
        তারে বুঝিতে পারি নি।”
বাস্তবিক রুক্ষতায় স্বপ্নের মরণ সাজ
        অবশিষ্ট ধ্বংস-স্তূপ আর কিছু কঙ্কাল।
নিঃস্তব্দ ঘরে আমার শ্বাস-প্রশ্বাস,
        একা থাকাই আমার আদি অভ্যাস
স্বপ্নে আসা তোমার রূপ-কাহিনী,
        বাস্তবে একা আমার প্রেম-কাহিনী।