সময়!! কেন তুই এত অশান্ত??
সময়!! কেন তুই শুধুই বিভ্রান্ত??
কেন তোর বা কিসের জন্য,
নেই কোনো পরিভাষা বা বর্ণ??


সময় বদলে যাওয়াই কি তোর ধর্ম??
সময় শিক্ষা দেয়াই কি তোর কর্ম??
পরীক্ষা নিস তুই কেন কার জন্য,
সবার পেছনে তুইতো থাকিস ওরে নগণ্য।


ক্লান্ত পথিকের শান্তনা তুই,
ভ্রান্ত কবির কল্পনা তুই,
ব্যার্থ প্রেমিকের প্রেমিকা তুই,
শুরু ও শেষের সাক্ষী তুই।


যুদ্ধ তুই শান্তি তুই
ধ্বংস তুই সৃষ্টি তুই
সত্যি তুই মির্থ্যা তুই
তোকে ছাড়া জগৎ কোই??
---------------------------------