কেটে গেল বছর এক,
চেনা হলো কত অচেনা মুখ!
চেনা মুখ কোথায় গেল সরে,
একটি বছর পরে।


ছিলাম মে, হোলাম বউমা
ছিলাম একা হোলাম শাঁখা সিঁধুরে আঁকা।
সবই তো ছিল আগে তবু কোনো নতুন??
কারণ তুমি, আর তোমার হাতের বাঁধন।।


শত অজানার মধ্যে তুমি তো জানা
তুমি তো আমরা কত দিনের চেনা ।
তোমার কাছেই আমার শত আবদার,
তোমার আমি হয়েই থাকা আমরা অহংকার।।


ছিল কত বন্ধু এখনো আছে সব
কিন্তু তবু তুমি তো আমার প্রাণের বান্ধব
তুমি আমরা জীবন-সঙ্গীনি  আমার ভবিষৎ
তুমি আমার সর্ব সুখ আমরা অধিকার।।


তোমার গুণ তোমার ছোঁয়া তোমার গন্ধ
তোমার আলোয় আমার হৃদয় আলো মুগ্ধ
সবাই কে আপন করে নিলে কখন তুমি
থেকো তুমি এই ভাবে আমার অর্ধাঙ্গিনী।।


এক বছর নয়, হাজার বছর পরে
চেনা-অচেনা মুখ গুলো যাবে সরে
থেকো তুমি এই ভাবে আমার পরে
একটি বছর পরে।।