তুমি ওই অলোকসামান্য চোখে
লজ্জা পেয়ে ঈশান কোণে যখন চাইলে  ....

দেখি, চাঁদফুল দোল খায় বাঁশ গাছে।
হরিণীরা মায়াভরা চোখ তুলে চেয়ে আছে।

আমার জন্য আমার অনেক কষ্ট হলো, ওগো কন্যে ...
অর্ধ শতাব্দী পরে সেই পারিজাত ফুলের জন্যে।

ক্ষতি হয়ে গেছে , বড়ো ক্ষতি হয়ে গেছে।
দেরি হয়ে গেছে , বড়ো দেরি হয়ে গেছে।

স্বর্গের বাগান জুড়ে হাহাকার, আগে কেন ফুটলে না !
এলেই যখন হংসিনী পাখা মেলে, আগে কেন এলে না ?