শুধু কথায় কথায় -
কত রাত কেটে যায়।
চাঁদ জেগেই থাকে -
সারা আকাশ মাতায়।

প্রেম বৈরাগী হয় -
মনে একতারা বাজে।
কোথায় পাবো তারে -
সেই সন্ধ্যা সাজে।

ভেজা ঘাস বিছানায় -
শুয়ে কাউকে খোঁজে।
তার মঞ্জরী চোখ -
যেন আপনি বোজে।

প্রিয় স্বপ্ন দেখা -
ছিল কেউ এখানে।
যার গন্ধ ভাসে -
কথাটি কানে কানে।

বসে সংগোপনে -
তার হাতের ছোঁয়া।
কত হাসির কণা -
ভাসে স্মৃতির ধোঁয়া।

রূপকথার মেয়ে -
সারাদিন ছোটাছুটি।
এবার সন্ধ্যা হলো -
ভাবনায় কাটাকুটি।

হাঁসেরা ফেরার পথে -
দেখে অবাক হোলো।
বলো কি নাম দেবো?
ও রানী, দুচোখ তোলো।