আমার অভাব-কবি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে।
দু চার লাইন লিখতে বলি শব্দ জুড়ে, হৃদয় খুঁড়ে।

সে হবে না  .....
কাব্যকথা ইস্টিশানের ট্রেনের মতন।
হঠাৎ ছেড়ে চলে গেলে আর পাবে না, আর পাবে না।

সে হবে না  .....
কাব্যকথা কোমল কণ্ঠী প্রিয়ার মতন।
অভিমানে মুখ ফেরালে আর যাবে না, আর যাবে না।

***           ***

আমার স্বভাব-কবি জেগে থাকে রাত বিরেতে।
শব্দ-তারা বুনতে বলি আকাশ জোড়া আসন পেতে।

সে হবে না  .....
কাব্যকথা দূর আকাশের মেঘের মতন।
শীতল হলে পড়বে ঝরে, তবু মেঘ-বালিকার মন পাবে না।

সে হবে না  .....
কাব্যকথা চাঁদের আলোয় পরীর মতন।
ডানা মেলে উড়বে কাছে, ধরতে গেলেই আর পাবে না।

সে হবে না  .....
সে হবে না  .....