চিত করা রেলের স্লিপারের বুকে
তরতাজা দুপুর কড়কড়া সূর্যালোক রশ্মি।
একটু একটু করে প্রতিদিন জ্বলে যায়
সুখ-দুঃখের সাথে কাড়াকাড়ি করে।


ধাঁধালাগা থেকে চেতনার গহীনে
হা করে রেল লাইনের উপর দাঁড়িয়ে
সুখ-দুঃখের দ্বিধা দ্বন্দ্বে কাটে
খানিকটা দুরাশার ঘোর,
সময়ের সাথে শেষ বার্তা নিয়ে আসে
ঝমঝম শব্দের ট্রেন।


পায়ের পাতায় পাথর ঘসে কপাল বদলায় না
হারিয়ে যাওয়া প্রকৃতি প্রয়োজনে পাশে থাকে না
কাঙালের চাওয়া পাওয়া থাকতে নেই
তবু বাদল, স্টেশনে স্টেশনে পাগলির সন্ধানে।


জুন ২৭, ২০১৫