আজকাল মরচেধরা পেণ্ডুলাম,
মহাকালের তীক্ষ্ম কাঁটায় ক্ষত বিক্ষত
সরল রেখায় যাপিত জীবন,
প্রতীক্ষা করছি নিগুড় সময়ের।


অনেক দিন ভোর দেখা হয় না,
শোনা হয় না পাখির কলরব,
দুর্বার চুড়ায় দেখা হয় নি শিশির মুকুট
আসেনি হাতের করোতলে পৃথিবী।


এখন সুখে ক্ষত্রীর ক্ষুধা মেটে না
ঘাসফুলের খোপায় অদৃশ্য ভ্রমর,
সদ্য গোপন ব্যথার জ্বালায়
ভেতরটা এফোঁড় ওফোঁড় হয়ে যায়।


সাদা কালো পড়ে আছে সজ্জিত স্বপ্ন,
তবুও আগের প্রত্যাশায় খাটছি নিরলস।
হয়তো আসন্ন দিনে মিটবে ক্ষত্রীর ক্ষুধা
হাতের করোতলে ঘুরপাক খাবে পৃথিবী।