বোঝা যায় না
বুলেটের আঘাতে ক্ষতটা
কালো কিচকিচ করে হাসে,
হাতের ক্রেজটি চাক্ষুষ সাক্ষী তার
সাক্ষী মৃত স্তম্ভগুলো।


কালো রাত্রি আজও আছে
গোঙানি শোনা যায় প্রিয় ভু-খণ্ডের,
এইতো মানচিত্রের রন্ধে রন্ধে
বয়ে চলছে শহীদের তাজা রক্ত-ক্ষরণ,
হাউ মাউ করে কাঁদছে ওরা।


এখনও ভোরে
রূপসী কপাল চুয়ে পড়ে হিমধোয়া জল,
এখনও শিশির ফোঁটায় জ্বলজ্বল করে জ্বলে
সোনালি কাবিনে মোড়ানো সংসারের স্বপ্ন
দু’ফোটা অশ্রুর দর্পণে ভেসে যায় সব ।


স্বাধীনতার বুক বরাবর
অরূপ চিরের চিহ্ন এখন চকচকে
নিরন্তর কাটছে শাঁখের করাত।


তবুও আজ বসন্ত পঁয়তাল্লিশ
নিজের বলে কিছু নেই
বুঝি বাঙালিপনা পূর্ণ হলো না আর।