বামুনের কাছে যত চাওয়া আছে
মহারানি খুলে বলো মুখ
হিমেলের সাথে হাওয়া হয়ে গেছে
আছে যত আমাদের সুখ


বাড়ে যদি ঘাম মুছে যায় নাম
দেনার পাহাড় পুরে বাড়ে আরও অল্প
যদি কেউ হাসে কী যায় আসে
শুনে অভাগার দৈন্যের গল্প


পাগলের কাছে চলে না জাত পাত কীর্তন
ডাল ভাত হলে তেবেলাই চলে
লাগে না ঘর শহর বন্দর
কেটে যায় রাত পথ প্রান্তর হলে