ও তুমি বুঝবে না
জ্যামিতিক ব্যাপার গাণিতিক বিশ্লেষণ
ল,সা,গু গ,সা,গু নিয়মে খণ্ড খণ্ড হই প্রতিনিয়ত
যদি এক খণ্ড লম্বের দিকে ছুটে যায়
অন্য খণ্ড ভূমির দিকে ধেয়ে নামতে থাকে
সব কিছুই ঘুরপাক খায় একই বৃত্তের ভেতর
ফলাফল শূন্যই থেকে যায় শূন্যের উপর