যুবতী,
চোখ বন্ধ রেখেছ কেন ?
ছন্দ কবিতার স্বরলিপিতে আচ্ছন্ন
সুগোল মুখের উপর হাস্যোজ্জ্বল চোখ তোমার।


মায়ারূপীনী আল্পনায় অঙ্কিত রঙের চোটে
লজ্জার বসন খসে পড়ছে !
পাশা খেলা ছেড়ে বাসনায় ফিরে এসো
আর কতো রঙ বদলাবে তুমি ?


তোমার রঙিন পলকের ফাঁকে
পাল তোলা পুষ্প কামিনি চোখের অন্দরমহলে-
কামাগ্নিকে দাউ দাউ করে জ্বলতে দেখছি
দেখছি চৌষট্টি কলার শ্রেষ্ঠাংশ।


যুবতী, বিশ্বকর্মার মতো সুন্দ-উপসুন্দ বধে
অপ্সরা উর্বশী-মেনকার পাশে নামাঙ্কিত করেছি তোমার,
যেন আসন্ন পূর্ণিমায় মায়ামহলের ভেতর
ইন্দ্রের হয়ে মুনি-ঋষিদের ধ্যান ভাঙাতে পারো।