তারাদের যায় গোনা
***********
(১)
নির্মিত হই,নির্মিত রোজ, প্রেমিকের সংজ্ঞায়,
বলছি 'সোনা' যখন-তখন এমন টাও তো নয়।


অনেক বেঁচেছি আকাশ নিয়ে,ভাবছো পজিটিভ??
এক চুমুতে গ্রাস মেটেনি,কামড়ে খাবে জিভ!


তোমার কথা ভাবতে গিয়ে আলোর ঝলকানি
বেনিয়ম এতো,সূক্ষ্ম যতো পাঁঠার মতো মানি!


কিছু তো ছিল,কিছু যে আছে, রক্তিম বিশ্বাস,
সহবাস খানি করতে গিয়ে দ্যাখো হাসছে ইতিহাস।


ইতিহাস ধরে হাঁটতে গিয়ে শুধু ঝাপটে গেছি ডানা
আটকে থাকি স্থাণুর মতো দেখি, জলময় বিছানা!
(২)
রোমকূপে সব চিনতে শিখেছি কি অর্থ পিপাসার
কোথায় যেন ভাঙতে গিয়েও ভাঙছে না যেন আর!


বেশ কিছুটা সান্ত্বনাহীন,জড়িয়ে থাকে গ্রন্থমুখী মন
বাক্যলিপি যৌনতা খোঁজে,পথ খুঁজতে ছন্দপতন।


প্রাচীন দাগে এফোঁড়-ওফোঁড় দু'ফালি এক বুক
আদরেও নাকি কান্না আসে,সন্ত্রাসী এই সুখ!


যেসব গন্ধ পুড়িয়ে দিল,ঘাড়ের কাছেই থাক।
কথারা কেন কথাই খোঁজে,উদ্বায়ী হয়ে যাক।


এমন শরীর খুলতে গিয়ে,স্পর্শ-হিসেব কেউ রাখে না
শেখাচ্ছো আমায়,পাটিগনিতেই,তারাদের যায় গোনা!