জানো রবিঠাকুর, বিচারের স্রোতপথ আজো তুচ্ছ আচারের মরুবালুরাশি দিয়ে ঢাকা
আজো মানবিক অধিকার থেকে বঞ্চিত কত চণ্ডালিকা।
চিত্ত যদি হয় কারো ভয়শূন্য
মৌলবাদী ত্রিশূল তোলে
প্রতিবাদীকে হত্যা করবার জন্য।
দশকের পর দশক ইতিহাস লেখে কত দাঙ্গা, ধর্ষণ, রক্তক্ষয় আর মানববোমার জয়
জানো রবিঠাকুর, আমরা আজো দূর করতে পারেনি 'যত তুচ্ছ ভয়'
আজো আমাদের গ্রাস করে আছে
'লোকভয়,রাজভয়,মৃত্যভয়,আর দীনপ্রান দূর্বলের এ পাষাণভার'
লক্ষ দাঙ্গার অন্তিমে কেবল বসুন্ধরার হার।


জানো রবিঠাকুর, আজো মানব পরিচয়ের উদ্ধে হিন্দু-মুসলিম,নারী -পুরুষ, স্পৃশ্য-অস্পৃশ্য  আরো কত শাখা -প্রশাখা
তবু রবিঠাকুর  তুমিই তো সংকটকালে বলেছিলে না 'ওরে বিহঙ্গ এখনি অন্ধ, বন্ধ করো না পাখা'
আজো রবিঠাকুর তাই স্বপ্ন দেখি  এই অন্ধকারের উতস থেকে জ্ঞানের আলো,আশার আলো দিক দিগন্তে হবে প্রজ্জলিত
তাই রবিঠাকুর, শতাব্দী পরে আজো প্রতীক্ষায় কবে
বসুন্ধরা হবে তোমার দেখা সেই স্বপ্নের স্বর্গে জাগরিত।