বন্ধু, তুই বলিস তো কে যা না দিয়েছি আমি, তার চেয়ে পেয়েছি অনেক বেশি
সত্যি, যার মালিক ছিলাম এতদিন একা
সবেরই দিয়েছি তোকে ভাগ
আমার দুঃখ,ব্যথা আমার কল্পনার চাদরে ঢাকা মেঘলা আকাশ
রোদের আলোকে উদ্ভাসিত  সারি সারি মেঘের রাশি
যার উপরে বুনেছিলাম স্বপ্নের জাল দিবা নিশি


তুলি দিয়ে রাঙাতে জগত
যখন আকুল তোর হাত
দিয়েছি আমার ভাবনায় মোড়া রামধনুর রঙ সাত
আয় আজ মেঘলা আকাশ থেকে কল্পনার চাদর উন্মুক্ত করে বৃষ্টির জলে ভেজাব শরীর মিলে দুজনে
আজ রোদের আলোকে করব উত্তাপ সুখ
আমার রামধনু র রঙ দিয়ে সাদা মেঘের উপর আকব আমাদের স্বপ্ন
উজ্জ্বল হয়ে থাকবে জুড়ে আকাশ
বন্ধু যতদিন আছি আমি তুই থাকবি জুড়ে আমার সমস্ত নিঃশ্বাস,প্রশ্বাঃস।