বাংলা মানে,সর্ষে ইলিশ, চিংড়ীর মালাইকারী
বাংলা মানে,কলকাতার জনবহুল রাস্তায় একেবকে চলে ট্রামগাড়ি
বাংলা মানে অসাধারণ ভাস্কর্য  মাটির প্রতিমা, কুমারটুলি
বাংলা মানে মনমাতানো গ্রামবাংলার সুরে বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি
বাংলা মানে কে সেরা ইস্টবেঙ্গল না মোহনবাগান
উঠল জমে তর্ক,চায়ের কাফে তুফান
বাংলা মানে বিশ্বসেরা রবিঠাকুরের  গীতাঞ্জলী
বাংলা মানে, অস্কারে সত্যজিত রায় প্রথম ভারতীয়
সৌজন্য অপু দূর্গার স্মৃতি বিজরিত পথের পাঁচালী
বাংলা মানে মহান আদর্শের পুণ্যভূমি মহাপ্রভু চৈতন্য থেকে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ
বাংলা মানে,বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র
বাংলা মানে উপনয়ন, ভাইফোঁটা, কত রীতি, নীতি
বাংলা মানে,অমর্ত্যসেন,নোবেলে প্রথমবার ভারতীয় অর্থনীতি
বাংলা মানে, রসগোল্লা, চমচম, মিষ্টি দই
সুখবর তাই মিষ্টি মুখ হোক
বাংলা মানে, দাদা আমাদের সর্বকালের সেরা ভারত অধিনায়ক
বাংলা মানে সাহিত্য,হোক কি খেলাধুলা, অর্থনীতি
সবেতেই সেরা বাঙালী রমণী
বাংলা মানে বারো মাসে তেরো পার্বন
বছরভর প্রতীক্ষা, মহালয়ায় মায়ের আগমনী

বাংলা মানে লাজে রাঙা হল কনেবউ
বাংলা মানে দারুন নৃত্যশৈলী,পুরুলিয়ারর ছৌ
বাংলা মানে  উত্তরে সবুজ ঘেরা পাহারের কোলে কুয়াশা
বাংলা মানে মোদের গরব, মোদের আশা
বাংলা মানে রাঙা মাটির বীরভূম, রবিঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন
বাংলা মানে রয়াল বেঙ্গল টাইগার,সুন্দরবন
বাংলা মানে, মনোরম শীতল অনূভূতি দীঘার সমুদ্র সৈকতে
বাংলা মানে সোনালী আলো ঝড়ে ধানসিঁড়িটির খেতে
বাংলা মানে শৈশবের স্মৃতি আজ ভাব,কাল আড়ি
বাংলা মানে রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি।