গত বছরের মাঝামাঝি সময় থেকে নতুন আঙ্গিকে নতুনভাবে সাজিয়ে বাংলা-কবিতা ডট কম-এর নতুন ওয়েবসাইট তৈরির কাজ চলছিলো। কাজ অনেকটা গুছিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের প্ল্যান এ মাসের ২১ তারিখে নতুন সাইটের উদ্বোধন করা। এ লক্ষ্যে পুরো-দমে কোডিং-এর কাজে ব্যস্ত থাকার ফলে নতুন করে জমা দেয়া কবি পরিচিতি যাচাই ও অনুমোদন এ মাসে পুরো বন্ধ থাকবে। যারা পরিচিতি জমা দিয়ে বর্তমানে তা অনুমোদনের অপেক্ষায় আছেন, তাদের আরও এক মাস অপেক্ষা করতে হবে। এই দেরীর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


নতুন ওয়েবসাইটে যেসব ফিচার থাকবে তার সংক্ষিপ্ত একটি তালিকা নিচে দেয়া হল।


১) পুরো ওয়েবসাইটের ডিজাইন রেসপন্সিভ হবে। অর্থাৎ, ব্রাউজারের সাইজ অনুসারে ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তিত হবে। ফলে মোবাইল থেকে ব্রাউজের ক্ষেত্রে এটি আরও বেশি ব্যবহারোপযোগী হবে।✅
২) সদস্য হিসাবে রেজিস্ট্রেশনের সময় নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন। ফলে ইমেইলে পাসওয়ার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।✅
৩) পরবর্তীতে চাইলে ইমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন।✅
৪) সদস্যের প্রোফাইল পাতায় প্যারাগ্রাফ আকারে পরিচিতি দেখানো ছাড়াও জন্মদিন, শহর, দেশ, পেশা ইত্যাদি নানা তথ্য দেখানো যাবে। প্রোফাইল সেটিংস-এর পাতায় গিয়ে এসব তথ্য যোগ করা যাবে।✅
৫) প্রোফাইল ছবি আপলোডের ব্যবস্থাও সহজ ও উন্নত করা হচ্ছে।✅
৬) কবিতা, আবৃত্তি ও আলোচনার পাশাপাশি এখন থেকে কবিতার বইও যোগ করতে পারবেন এই ওয়েবসাইটে।✅
৭) আপনার প্রোফাইল পাতায় কবিতা, আলোচনা, আবৃত্তি ও বইয়ের জন্য আলাদা ট্যাব থাকবে। যেকোনো ট্যাবে নির্দিষ্ট সংখ্যার অধিক কবিতা/আলোচনা ইত্যাদি থাকলে সেখান থেকে কোন একটি কবিতা/আলোচনা আলাদাভাবে খুঁজে বের করার জন্য সার্চ বক্স দেখাবে তালিকার উপরে।✅
৮) কবিতার সাথে কবিতার আবৃত্তি বা বই যোগ করা যাবে। পাশাপাশি সর্বোচ্চ তিনটি বিষয়শ্রেণীও সিলেক্ট করতে পারবেন কবিতাটির জন্য।✅
৯) আলোচনার সাথে ছবি যোগ করা যাবে। এছাড়া আলোচনার জন্য শুধুমাত্র একটি বিষয়শ্রেণী সিলেক্ট করা যাবে।✅
১০) আপনার কবিতায় আপনি চাইলে যে কারও কণ্ঠে সেই কবিতার আবৃত্তি যোগ করতে পারবেন। আবার আসরের অন্য যে কারও কবিতায় আপনার কণ্ঠের আবৃত্তি যোগ করতে পারবেন।✅
১১) আসরের পাতায় আগের মতোই ১০০টি করে সাম্প্রতিক কবিতা দেখাবে। তবে চাইলে পাশের ক্যালেন্ডার ব্যবহার করে পুরানো যেকোনো একটি দিনে আসরে যেসব কবিতা প্রকাশ করা হয়েছে তার তালিকা দেখা যাবে। এছাড়াও নির্দিষ্ট বিষয়শ্রেণী ভিত্তিক কবিতাগুলোও আলাদা করে দেখা যাবে।✅
১২) আসরের পাতায় বর্তমানে যারা অনলাইনে আছেন তাদের তালিকা দেখানো হবে। (তবে শুধুমাত্র লগইন করার পর তা দেখা যাবে)।✅
১৩) আলোচনার পেজেও একইভাবে ক্যালেন্ডার দেখাবে। সেখান থেকে পুরানো যেকোনো তারিখে ক্লিক করে শুধু সেই দিনটির সব আলোচনা দেখা যাবে।✅
১৪) যেকোনো কবিতার পেজ থেকে আলোচনা যোগ দেয়ার বাটনে ক্লিক করে সেই কবিতার উপর আলোচনা/সমালোচনামূলক লেখা জমা দিতে পারবেন আলোচনা সভায়। এতে করে আলোচনাটির পাতায় কবিতাটির লিঙ্ক দেখাবে। আবার কবিতার পাতায় সম্পৃক্ত আলোচনার লিঙ্ক দেখাবে।✅
১৫) নিয়মাবলীর পাশাপাশি তথ্যকেন্দ্র নামে আরেকটি পাতা থাকবে। ওয়েবসাইট ব্যবহারের নানা তথ্য সেখানে পাওয়া যাবে।
১৬) নতুন সদস্যদের কোন কবিতা/আলোচনা/আবৃত্তি সরাসরি প্রকাশিত হবে না। এডমিন/মোডারেটর/এডিটর কর্তৃক অনুমোদিত হলে তবেই কেবল তা প্রকাশিত হবে।✅
১৭) কোন সদস্য একমাসের অধিক আসরে থাকলে এবং ১০-এর বেশি কবিতা/আলোচনা প্রকাশ করে থাকলে তাকে নিরাপদ সদস্য হিসাবে বিবেচনা করা হবে এবং তিনি সরাসরি লেখা প্রকাশ করতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোন লেখা ব্যান হলে নিরাপদ বিবেচিত হতে আরও বেশি সময় লাগবে।
১৮) আসরের পুরানো ও নিয়মিত সদস্যদের থেকে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক সদস্যকে মোডারেটর, এডিটর ও রিভিউয়ার হিসাবে দায়িত্ব দেয়া হবে।
১৯) মোডারেটর চাইলে নিয়ম ভঙ্গ করে এমন যেকোনো লেখা ব্যান করতে পারবেন। তবে একাধিক মোডারেটর একটি লেখাকে ব্যান করলে তবেই সেই লেখাটি ব্যান হবে। অবশ্য অপ্রকাশিত লেখা প্রকাশের ক্ষেত্রে একজন মোডারেটর বা এডিটরের অনুমোদনেই তা সম্ভব হবে।
২০) বর্তমানে ১ দিনে একটি কবিতা প্রকাশ করতে দেয়া হয়। কিন্তু দিনের শুরুটা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী হওয়ায় অনেকেই বিভ্রান্ত হন। তাই এখন থেকে ২৪ ঘণ্টায় শুধু একটি কবিতা প্রকাশ করা যাবে।✅
২১) ওয়েবসাইটের সকল তারিখ ও সময় আপনার কম্পিউটারের লোকাল সময়ের হিসাবে দেখাবে।✅


নতুন ওয়েবসাইটের যেসব ফিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তা টেস্ট করার জন্য http://dev.bangla-kobita.com ব্রাউজ করার অনুরোধ করছি আপনাদের সবাইকে। এই টেস্ট ওয়েবসাইটটি আমরা নিয়মিত আপডেট করছি উল্লেখিত ফিচারগুলো দিয়ে। যেসব ফিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আপনি এখানে টেস্ট করতে পারবেন, সেগুলোর পাশে ✅ চিহ্ন দেয়া আছে। ওয়েবসাইটটি ব্যবহার করে এতে যেসব সমস্যা খুঁজে পাবেন তা আমাদের admin@bangla-kobita.com ইমেইলে জানাবেন প্লিজ। এছাড়াও নতুন কোন ফিচার যোগ করা উচিত কিনা সেব্যাপারে পরামর্শ দিবেন।


আরেকটা কথা, এই নতুন ওয়েবসাইট টেস্টের সময় যেসব তথ্য এবং কবিতা/আলোচনা/আবৃত্তি এখানে জমা দিবেন, তা শুধুমাত্রই টেস্টের জন্য। পরবর্তীতে যখন এই ওয়েবসাইটটি পুরোদমে চালু করা হবে, তখন টেস্টের সকল তথ্য মুছে আমাদের মূল ওয়েবসাইটের সব তথ্য কপি করে নতুন ওয়েবসাইটে আনা হবে।


এটি আপনাদের ওয়েবসাইট, এবং আপনাদের পরামর্শক্রমে আপনাদের সুবিধার কথা চিন্তা করেই একে নতুনভাবে তৈরি করা হচ্ছে।


ধন্যবাদ!