গত রবিবার (২৩/০২/২০২০) সন্ধ্যায় কবি অনিরুদ্ধ বুলবুলের বাসায় বাংলা কবিতার কবি সম্মেলন ২০২০-এর আয়-ব্যয়ের হিসাবের ব্যাপারে আমরা বসেছিলাম। পূর্বেই সর্বসম্মতিক্রমে কবি মোঃ মোজাম্মেল হোসেন 'কবি সম্মেলন ২০২০' অনুষ্ঠান উপলক্ষ্যে আয়-ব্যয়ের হিসাব রাখার নিমিত্ত ট্রেজারার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছিলো। আজ তিনি খাতওয়ারী আয়-ব্যয়ের হিসাব লিখিতভাবে প্রদান করেছেন। আসরের সকলের অবগতির জন্য এখানে পোস্ট করে দেয়া হলো।


উক্ত সভায় উপস্থিত সদস্যগণঃ
(যারা কবি সম্মেলন ২০২০ উপলক্ষ্যে প্রয়োজনীয় অর্থনৈতিক কর্ম সম্পাদন করেছেন)।
সর্বকবি,
১। অনিরুদ্ধ বুলবুল
২। সোহাগ আহমেদ (চাঁছাছোলা)
৩। জাহিদ হোসেন রনজু
৪। হুমায়ূন কবির
৫। মুহাম্মদ মোজাম্মেল হোসেন
৬। উত্তম চক্রবর্তী
৭। কবীর হুমায়ূন



আয়
-----
রেজিস্ট্রেশন ফি বাবদ-  ৩৬,০০০/-
অনুদান বাবদ-          ৯৩,২০০/-
মোড়ক উন্মোচন বাবদ-৩০,৩০০/-
----------------------------------
মোট আয়=            ১,৫৯,৫০০/-
====================

ব্যয়
-----
হল ভাড়া বাবদ-             ১৫,৮৭০/-
উত্তরীয় বাবদ                  ৮,৯৩০/-
ক্রেস্ট বাবদ -                  ১২,০০০/-
সম্মাননা স্মারক (মেমেণ্টো)  ৩৬,০০০/-  
ব্যানার তৈরি বাবদ-             ১,২৫০/-
ব্যাজ তৈরি বাবদ-               ৩,০০০/-
দুুপুরের খাবার বাবদ-          ২৮,৯০০/-
নাস্তা ও কফি বাবদ-            ১১,৩০০/-
পানি খরচ বাবদ-                ২,৯০০/-
স্টেজ সাজানো ও ফুল বাবদ-   ৪,৫০০/-
স্টেশনারি ও অন্যান্য খরচ        ২,৬২০/-
ফটোগ্রাফার খরচ বাবদ-         ২,৫০০/-
যাতায়ত খরচ বাবদ-             ৪,০০০/-
অতিথিদের আপ্যায়ণ বাবদ-   ১৫,৯২০/-
বিবিধ খরচ বাবদ-                 ৬,৭১০/-
----------------------------------------
মোট খরচ =                   ১,৫৬,৪০০/-
========================


মোট আয় = টাকা  ১,৫৯,৫০০/-
মোট ব্যয় = টাকা  ১,৫৬,৪০০/-
-----------------------------
উদ্বৃত্ত টাকা-             ৩,১০০/-
===================
(তিন হাজার একশত টাকা মাত্র)


বাংলা কবিতার কবি সম্মেলন ২০২০ সুন্দর ও সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে, যে সকল কবিবন্ধুগণ অনুদান হিসেবে, মোড়ক উন্মোচন বাবদ এবং রেজিস্ট্রেশন ফি বাবদ অর্থ ও নৈতিক সমর্থন দিয়ে আমাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন, বাংলা কবিতার পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।