উদোম গা... ছেড়া জিন্স... নগ্ন পা... বাইরে উদর,
দু’ই শিশু,
না আমরা তাঁদের আঁদর করে বলি “পথশিশু”।
উচু-নিচু অট্টলীকা, পিচ ঢালা পথ, সুন্দর সদর,
পাশে ডাষ্টবিন, তাঁরই পাশে একটু খোলা প্রান্তর।
একটি খালি ড্রিংক্স ক্যান, দেখে যেন মনে হয়-
এতো মেসি-এতো রোনাল্ডো! কি ফুটবল ধ্যান।
এই তাঁদের ঘর, এই তাঁদের মাঠ, খেলার চত্বর,
ডাষ্টবিনই তাঁদের হোটেল, ডাষ্টবিনই রান্নাঘর।
শীতের সন্ধ্যা, হু.. হু.. বাতাস, শীতল দেহ অন্তর,
খোলা ফুটপাত, বিছানাটা পাথর।
একে একে জড়াজড়ি, উদরে উদর-
জড়িয়ে ধরে কুয়াশা, বস্তাই তাঁদের চাঁদর।
10/12/2014