দেখে যাও-
সুখময় অতীত,
আর নিদ্রাহীন বর্তমান,
কেন চুপ আজ সব কলরব।।
দেখে যাও-
কত ভালোবাসা আর রাগে
গড়িয়ে ছিল বৃষ্টি আর ফুলের সৌরভে।।
দেখে যাও-
হৃদয়ে তুমি আছ আমার,
নাই কোন সপ্ত পারাবার,
তবে কেন নিদ্রাহীন চোখ
তোমায় খুঁজে বারবার।।
দেখে যাও-
এই চিত্ত মাঝে, কেন আজও বাঝে
সুর-তরঙ্গ তোমার;
শুধু আজ নেই তোমার
প্রেমের তবলা আর সেতার।।
দেখে যাও-
শূন্য ছিল না দীঘি,
স্বচ্ছ জলে ছিল টলপার;
তবে আজ কেন দিলে
শীতল কালো জলের সমাহার।।
দেখে যাও-
ভালোবাসার রং লাল এ নয়
এ তোমার দেয়া নীল রং এর
প্রেমের সমাধী উপহার।।
1/12/2014