এতদিন লুকিয়েছি যত রূপ-সৌন্দর্য
তোমার হিম জলে জড়ো হয়ে-
লেপে, আগুনের তাপে, খড়ের উষ্ণতায়!

হৃদয় বিছিয়েছি উষ্ণ মনের নকশি কাঁথায়,
বধুর ছুঁচ ফুঁড়ে একটি চিত্র হল ভালোবাসায়!

হলুদ র‌্যাপিং পাতায় মুড়িয়ে চাকচিক্য-ভিখারী সেজে!
বসন্ত বসন্ত ভিখ খুঁজে নতুন দিনের সবুজ পাতায়!
বিদায় শীত বিদায় বসন্তের নতুন পাতায় পাতায়।।

30/01/2015