দিগভ্রান্ত পথিকের মতো এই মুহূর্তে
আমার এলোমেলো ভাবনাগুলো
এদিকে ওদিকে ছুটে চলছে উদ্দেশ্যহীন।
একান্তে বুকের গভীরে সমস্ত সুখ-দুঃখ,
কান্না-হাসি আর তোমার প্রতিচ্ছবি
জ্বলছে আর নিভছে জোনাকিদের মতো।


এ জীবনে সব পেয়েছি আমি, সব।
তবু একটা দীর্ঘশ্বাসই সব পাওয়া
মিথ্যে করে দেয় মুহূর্তেই;
আগলে রাখতে পারিনি তোমাকে।


আমার দেহের প্রতিটি শিরায় শিরায়,
প্রতিটি কোষে, সমস্ত অনুভূতিতে
মিশে থাকা তোমাকে হারিয়ে ফেলেছি।
এদিক থেকে বলা যায়, আমি সবই হারিয়েছি।


কিন্তু পাওয়া না পাওয়ার হিসাব নিকাষ
তুচ্ছ লাগছে এখন, এই মুহূর্তে।
মুহুর্মুহু উত্তেজনার স্রোত সব হারিয়ে
যাচ্ছে কোথায় যেন নিমিষেই।
খুবই হালকা লাগছে নিজেকে,
তুচ্ছ লাগছে জীবন, তুচ্ছ লাগছে সব।


মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যেমন আভাস পায়
আমিও তেমন আভাস পাচ্ছি কিসের!
আভাস পাচ্ছি তোমার, আভাস পাচ্ছি প্রেমের,
আভাস পাচ্ছি ভালো লাগা দীর্ঘশ্বাসের।