এই দিন বাঙালির
গর্বের দিন,
এই দিন জনতা
নাচে তা ধিন।

এই দিন শহীদের
রক্তের দান,
এই দিন চারিদিকে 
বিজয়ের গান।

এই দিন ফুটেছিল
সূর্যের ফুল,
এই দিন স্বাধীনতা
বিজয়ের মূল।

এই দিন স্মরণীয়
শহীদের ঋণ,
এই দিন আমাদের
বিজয়ের দিন।