কারবালা কালের সাক্ষী  
সত্য মিথ্যের লড়াই,
ইতিহাসে গর্হিত কাজ
ক্ষমতার মিথ্যে বড়াই।

যুগে যুগে ঘৃণিত হয়েছে
এজিদদের বর্বরতা
চিরকাল হোসেনের প্রতি
মানুষের সহমর্মিতা।  

ইতিহাসে সবচেয়ে বড়
নৃশংস জঘন্য কাজ,
যুদ্ধে জিতেও হেরে গেছে  
ধিক্কার জানায় সমাজ।

ঘৃণিত হয়েছে যুগে যুগে  
এজিদের সব বংশধর,
লোভ লালসা ছেড়ে মানুষ
সত্যর রশ্মি আাজি ধর।

সত্যর জয় চিরস্থায়ী
কারবালা তা উদাহরণ,
মিথ্যেকে ছুঁড়ে ফেলে  অাজ
সত্য বুকে করো ধারণ।

অক্ষরবৃত্তঃ মাত্রা-১০+১০