নিখূত অবয়ব
শৈল্পিক সুশ্রী গড়ন
গুণী শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস।

ভরাট দেহ
নান্দনিক সর্ব তনু
যৌবন যেন উপচে পড়ে।

নিতম্বে আত্নহুতি
অন্তরে উত্তাল প্রেম তরঙ্গ
উরোজে বিমোহিত ফেরারি মন।

কৃষ্ণ কালো কুন্তলা
টোল পড়া গাল
রক্তিম ঠোঁটে চিরন্তন আকুতি।

আলতা রাঙা পায়ে
রোমাঞ্চের নৈপুণ্যতা
নুপুরের শব্দে কাছে আসার আহবান।

দৈহিক সৌষ্ঠবে
নীলাভ নীলাম্বরে
মুগ্ধতায় বিচলিত,সম্মোহিত।


সুললিত কন্ঠ
অন্যন্যের অনুঘটক
অবনী শ্রেষ্ঠ স্বতঃস্ফুত নারী।

ইন্দের অপ্সরী
নীলাম্বরে নীলপরী
দর্শনে স্বর্গীয় সুধা পান করি।

রাজশাহী চিড়িয়াখানা,রাজশাহী-
২৬.০১.১৮