রিক্ত হাতে চেয়ে আছি
ওগো মোর মরমী
আমায় প্রেম ভিক্ষা দাও।

আমার ভালবাসার
কালো গোলাপ
চুমো দিয়ে হাতে তুলে নাও।
তোমার ভালবাসার প্রতীক স্বরুপ
আমার হাতে রক্তিম গোলাম
এনে তুলে দাও।

তোমার সম্বিৎ কি বলে?
তোমার অন্তর কি বলে?
আমায় বলে দাও।

তোমার নলিন নয়ন
আমার অন্তদাহ বাড়ায় দ্বিগুন
তোমার প্রেমের পরশে আমাকে বাঁচাও।

তোমার রুপ সাগরে আমি
ডুবে যাচ্ছি প্রেমের উর্মিতে
প্রেমের তরি আমায় এনে দাও।

রিক্ত হাতে চেয়ে আছি
ওগো মোর মরমী
আমায় প্রেম ভিক্ষা দাও।