আজ থেকে নীল খামে চিঠি পৌছুবে না ঠিকানায়,
সুখের বাতাস আজ থেকে বইবে দূর অজানায়।
চুল খুলে রিকশার হুড তুলে বসবে না কেউ পাশে,
আজকে আমি থাকব পড়ে মন খারাপের উল্লাসে।


ভীষণ ঝড়েও আজ থেকে থাকবে না কেউ সাথে,
আমার খোঁজে অধীর হয়ে দাঁড়াবে না কেউ পথে।
ধ্রুবতারা মনের ভুলে আজ দিক চেনাবে ভুল,
পথমাঝে বসে ভুলের হিসেব কষব নিখুত, নির্ভুল।
আজ থেকে জমবে না শিশির মন উঠানের ঘাসে,
আজকে আমি থাকব পড়ে মন খারাপের উল্লাসে।


হঠাৎ সেলফোন রিং চমকে দেবে না আজ থেকে,
আজ থেকে মন ভালো হবে না প্রেমের ছবি এঁকে।
নীল আকাশে সাজবে ঘর আজ থেকে অন্য কারো,
জটিল জীবন জটিল হবে আজ থেকে আরো।
আজ থেকে উড়বে স্বপ্ন অন্য কারো আশেপাশে,
আজকে আমি থাকব পড়ে মন খারাপের উল্লাসে।