স্বপ্নাতুর মন চায় হাতকড়া খুলে ফেলে বাঁচতে,
আর আমি পাগলের মত চিৎকার করে
ঘুম থেকে জেগে উঠতে চাই,
চাই দুঃস্বপ্নের হাত থেকে বেঁচে ফিরতে।
স্মৃতির ডায়রীর সেই পুরনো দিনগুলো
আজ মনের ভেতর কেমন যেন বিষাদে ভরিয়ে দেয়,
জ্বলতে থাকে দগদগে বীভৎস ঘা হয়ে,
যন্ত্রণায় চিৎকার করে উঠি আমি।
পুরো পৃথিবী যেন আমাকেই দেখছে,
আর আমার দিকে তাকিয়ে হা হা করে হাসছে।
শান্ত কবিতার খাতা যেন আজ বড্ড অশান্ত,
পাতায় পাতায় শুধু ব্যার্থতার ছবি।
আর আমি, আমি শুধু তাকিয়ে দেখি,
দেখি আকাশের বুকে কালো মেঘ,
নদীর বুকে পাহাড় সমান ঢেউ,
যেন তুফানের পূর্বাভাস।
চোখ বুজে দেখতে চাই আমার অতীতের অর্জন,
আর পৃথিবীকে বলতে চাই-
দেখিয়ে দিতে চাই আমি কি হতে পারি,
শুধু আমাকে একটু শান্তি দাও,
আর দাও একটু সময়।
আমি দেখাবো, আমিও পারি,
আমিও পারি বিশ্বজয় করতে।