তার হাসি বুকের ভেতর একটুখানি কাঁপন ধরায়,
তার চাহনিতে হৃদয় যেন অজানায় হারায়।
তবে সে ই কি সে?
যার স্পর্শে জীবন আমার ধন্য হবে।
না, সে তো নয় সে, সে শুধুই মরীচিকা,
যাকে ছুঁতে না পারার ব্যর্থতা জীবনের খাতায় আঁকা।


সে তো আমার অধরা স্বপন,
শীতের বিকেলের অস্পর্শ্য ধোয়াশা,
পাই না ছুঁতে যতই হাত বাড়াই,
তবু হৃদয়ে তাকে আপন পাওয়ার আশা।