শহর....রাত.....জোছনা....কবিতা....নিয়ন আলো,
আমার চিলেকোঠা জানালার রঙটা বড্ড কালো।
শহর.....দিন.....মানুষ.....কোলাহল....টুংটাং ঘন্টা,
অলিগলিতে ভেসে যায় স্বপ্ন ভাঙা-গড়ার গানটা।
এই শহর আমায় স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙে রোজ,
এই শহরের অলিতে গলিতে করি স্বপ্নের খোঁজ।


ছাদ.....রাত......আকাশ......অসীম.......নিশব্দ সময়,
ক্লান্তির সীমায় ওই আকাশটাও ক্লান্ত মনে হয়।
ছাদ....দিন.....চারপাশ.....রোদ্দুর.....উদগ্রীব চোখ,
নীলিমার দিকে তাকিয়ে প্রার্থনা আজ বৃষ্টি হোক।
এই ছাদের সীমায় বসত আমার, হাঁটছি হররোজ,
ওই আকাশের স্বপ্নঘুড়িতে করি স্বপ্নের খোঁজ।


তুমি.....আমি.....আমরা......গল্প......নীরব চিরকুট,
চোখের কালিতে মনের কলমে লেখা গান অদ্ভুত।
তুমি.....তারা......হাসি.....গান......আনন্দে মাতামাতি,
আমার দিন একলা অনেক, নীরব নিঝুম রাতি।
তবু তোমার মাঝেই মরছি ঘুরে, চলছি হেঁটে রোজ,
তোমার স্বপ্নে রাস্তা হারাই, করি স্বপ্নের খোঁজ।