একদিন,
এই শহরের নিয়ন আলো
সরিয়ে দিয়ে রাতের কালো,
সাজাবে তোমার আমার পথ।
একদিন,
এই শহরের ধুলোর মাঝে
তোমার পথের দিশা খুঁজে,
নেব না হারানোর শপথ।
একদিন,
এই শহরের দমকা হাওয়া
উড়িয়ে দেবে চাওয়াপাওয়া
হাঁটবো দুজন না চেনার পথে।
একদিন,
এই শহরের মুখর দিনে,
পকেট ভর্তি বাদাম কিনে,
কাটাবো সময় দুজনে একসাথে।
একদিন,
এই শহরের যানজটে বসে,
রিক্সা নিয়ে বেড়াবো চষে,
বলবো তোমার আমার যত কথা।
একদিন,
এই শহরের অজানা রঙে
চায়ের স্বাদ নিব মলিন টঙে
কথায় ভাঙবো জমাট নীরবতা।
.
একদিন সবই পূরণ হবে,
কষ্টগুলো থমকে রবে,
আনন্দরা উড়বে মেলে ডানা।
সেই দিনেরি আশায় চলি,
একা একাই কথা বলি,
সবই এলো, শুধু তুমিই এলে না।