যে কথা স্মরিলে, হায়!
যে পীড়ন মোরে পীড়িত করে বারবার এই আমায়।
আগে-আজ-পরে বিদীর্ণ হিয়া,
তাকাই আমি, জানিবার লাগি, নারীরা কেন থাকে পিছাইয়া ।


হয়তো তারা এগিয়ে গিয়েছে,
যা শুধুই বাইরে দেখা;
আজও তারা হেলিত, পীড়িত,
আর এটি তাদের হয়েই লেখা।।।


                   নারীর মর্যাদা
                      - মায়মূনা আফরা ( ২০১৮ )



( এই কবিতার প্রথম চার পঙ্‌ক্তিতে সাধু ভাষার প্রয়োগ অতীতকে বোঝানো হয়েছে আর পরবর্তীতে চলিত ভাষার প্রয়োগ বর্তমানের নির্দেশক।


নারীরা আজ অনেক দূর এগিয়েছে। তাদের সাফল্য, অবদান জগৎ স্বীকৃত। তবুও আমাদের চারপাশেই কোথাও না কোথাও, কখনো না কখনো, নারীদের দুর্দশা আরেকটিবার মনে করিয়ে দেয় তাদের দুর্গতির কথা।


পৃথিবীর সকল নারীর সম্মানে...)