বিদ্যুৎ চলে গেলো
কাচের জানলায় বাতাসে ঠকঠক আওয়াজ
না করলেও বাজ পড়ার সেই ঝলসানো
আলোটা হুটহাট লুকোচুরি খেলে।
বুকের ভিতর টা না কেমন জানি কেঁপে উঠে
হাজারো ধূসরিত স্বপ্ন বেলা অবেলায় রোদ পোহায়।
বিধ্বংস হওয়ার কিছুটা আভাস পাওয়া যায়।
প্রতিটা দিনের বেঁচে থাকার মতো
হাজারো স্বপ্নের আহাজারি
মধ্যরাতে জানান দিয়ে যায়।
বলে যায় ফিসফিসিয়ে তুমি ব্যার্থ, তুমি অপদার্থ।
বিদীর্ণ রঙ এ রাঙানো পালংক টায়
কেউ আর আগের মতো আলসে হেলে বসেনা।
নানান বাহানায় নতুন প্রযুক্তিতে
হার মানে চাওয়া না পাওয়া।
বিদ্রুপ নেই তবে বিদ্রোহ বিরাজমান।
নিপাত যাবে একদিনের আশায়।
দূর কি লাভ আর আশায় ঘর বেধেঁ।
প্রতিদিনি তো স্বপ্নহারা হচ্ছে
প্রতিটা নগরের অলি গলির অগোছালো বালুকাময়।
পাল্টাবে যতবার, ততবার উল্টারথ এসে দূর্ঘটনা ঘটায়।
কঠিন ভাষ্যরুপ মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয়।
তুই অবুঝ, তুই ভাগ্যহত, তুই স্বপ্নহারা।