আমার সুখ যার তরে নিহিত
সেই তো মন রাজ্যাংশ নিয়ে কাড়াকাড়ি করে।
তুমি সবসময় বলো ভালবাসি আর ভালবাসি।
সেখানেই থমকে যাও যখন  শুধু বলি
তোমার থেকে বেশি ভাল আমি বাসি।
তাইতো বলেছিলাম সেদিন তুমি একটা নিষ্পাপ কুড়ি।
যে চোখ আমাকেই দেখে,
যে হাত আমার পায়ে আলতা পড়ায়।
যে হাত আগলে রেখেছে আমার অস্তিত্ব।
আমার ব্যাকুলিত  প্রাণ  প্রায় তোমাতে।
কারণ খুঁজতে যাই নি কখনো,
তোমাকে চোখ বন্ধ করে বিঃশ্বাস করা যায়।
আচ্ছা দুজনে হাতে হাত রেখে কত শতবার বলেছি হিসেব নেই।
ছেড়ে যাবেনা তো!
দুজনেই জানি ভালবাসলাম যখন
তখন  ছাড়তে গেলে যে
নিজে পুড়ে ছাড়খার হয়ে যাবো।
শতবর্ষ হয়তো, না হয় শত দিন, না হয় শত সেকেন্ড বাকি থাকলেও।
যেদিন আর জীবনের শেষ হবেনা,
সেদিনও একিসাথে এভাবেই হাতে হাত রেখে, খুব লজ্জায়, ভালবাসা মাখা হাসিতে বলব ছেড়ে যাবে না তো।
জানি ছেড়ে যাবেনা, তবুও
তোমার মুখে বারবার শুনতে যে ভালো লাগে।
তোমাকে ছেড়ে কই যাব পাগলী?
তুমিতো আমারি ...