" মায়ামরীচিকা "


         আফরোজা সুলতানা


দুটো যুগ তো চলে গেলো তার সাধন করে,
তবুও বসন্ত দূত কে মায়ায় ফেলতে পারিনি।
সে অতি ধূর্ত বেশ চলাকলা জানা মোহমুগ্ধ।
কখনো বা বারান্দার ধারে থাকা আম গাছের,
পাতার আড়ালে লুকিয়ে খেলে অবলীলায়।
কখনো বেপাশ হয়ে অস্থির করতে ব্যস্ত থাকে,
তার অসাধ্য মধুমায়াময় সুরেলা কলতানে।
সে আমার পায়ে পা মিলিয়ে হাটে নিপুণ তালে,
অচেনা মেঠোপথটা কে তো সেই চিনিয়েছে।
খুঁনসুটি তো চলেই সাথে বিঃশ্বাসের ওজন ভারী হয়,
সেদিন কি আবদার করেছিলাম মনে আছে?
আমি ঘুড়ি উড়াবোই,তুমিও সানন্দে সায় দিয়েছিলে।
ছোট দুষ্টু ছেলেটার হাত থেকে রঙিন ঘুড়িটা নিয়ে,
তুমি আমি একি নাটাইয়ে আবদ্ধ হয়েছিলাম।
খুব আনন্দে ছলছল করছিল আমার চোখ,
তুমি অপলক তাকিয়ে দেখছিলে আমার ছেলেমানুষি।
খুব মন খারাপ ছিল সেদিন, যেদিন তুমি জেনেছিলে,
আমি গ্রামে যাওয়ার কারণে দু 'দিন দেখা হবেনা।
আমি সেই সিক্তকরুণ চোখ গুলো দেখে,
নিজেই মায়ায় পড়েগেছিলাম তোমার অজান্তেই।
সেদিন কেনো আজ একমাস হয়ে গেলো গ্রামে যাইনি,
আমার কাছে তোমার হাসিভরা প্রোজ্জ্বল,
চোখগুলোর অধিকার তার থেকে অনেক বেশি প্রিয়।
কই তোমায় মায়ায় ফেলবো, আজ নিজেই মজেছি।