অতৃপ্ততায় আছে কিছু না পড়া অলংকার।
ভালোই নীরব থাকার মধ্যেও
যে বিষাদ জমে ছিল কারোর হয়তো
এখন আর তা মনে পড়ে না।
সাজিয়ে গুছিয়ে কথা মালা গুলো
আজ হয়তো ছিন্নায়িত।
গগন এর রুদ্ররূপ আজ ঝলমলায় না।
হয়তো খুব উত্তাপিত হয়েই আছে বাম প্রকুষ্ট।
ধুকপুকানি শোনার মত
সেই আগ্রহী কর্ণপাত আজ নিস্তরণ।
জ্ঞান হারায়ে আর কি লাভ পোষা?
দু চোখে ছিটিয়ে দিলেও তার আর
হুশ ফিরেনি বোধ হয়।
অনাকাঙ্ক্ষিত কিছু একটা হোক,
আশাতীতরকম সব নিজের আওতায় আসুক।
হারানো সব মর্মদহ শান্তি পাক।