চির স্তব্ধতা ঘিরে ধরে যখন,
ব্যাকুলতা কে চাপিয়ে রেখে একাকী তখন।
হুট করে বদলে যেতে নিয়ম তাড়িতে।
বেমানান লাগে সেই চোখ গুলো যা সিক্ত করুণ।
একদিন হাসিগুলো সীমাবদ্ধতা ছিলনা।
অবাধ্য,অস্থির, অসাধারণ ছিল তাই।
আজ সীমাবদ্ধতার নতুন নিয়ম্য হয়েছে।
হাসলেই কৈফিয়ত দিতে হয়,কাঁদলে ও।
হারাতে ইচ্ছামত সাধ সাধ্যতা দুটোই ছিল।
এখন সাধ্য নেই তাই সাধ চাপাস্বরে নিঃশ্বাস নিচ্ছে।
স্বভাব টা শুধুচোখে চাপা পড়ে গেছে।
কাঁদছিল সেই চোখ শুধু জল টা পড়েনি কপোল বেয়ে।
একদিন সব কিছুর ভীড়ে মিথ্যে হয়ে যাবে সব।
নিজেকে আর সময় দেওয়াই হবেনা হয়তো।
জীবন চলবে, চলছে আর একদিন সব শান্ত, স্থীরতারুপ নিবে।