যেদিন দেখা হয়ে ছিলো দুজনায়।
পেয়েছিলো খুঁজে মন এক অবিশ্বাস্য গল্প।
আমার ধারণায় অনুভবে ভিজেছিলাম হয়তো ভালোবাসার বৈশাখী ঝরে।
দমকালো পবন এসে ভাসিয়ে নিয়ে গেছিল আমার এতোদিনের প্রতিক্ষিত ভালোবাসা, তোমাতে।
আমি কষিনি সেদিন বিনিময়ের অংক, খুঁজিনি কোন রং এর কী অর্থ।
আমি হরণ হয়েছিলাম শুধু বিশ্বাস করে তোমায়, কোনো শংকাকে পাত্তা না দেয়ার গর্ভ করে।
আজ অমর্যাদায় জর্জরিত আমার অধিক বিশ্বাসিত ভালোবাসা।
ত্রুটি শূন্য আমার ভালোবাসাকে, তুমি ছিঁড়ে ফেলে দিয়েছ।
একটু পর পর আমি শুনতে পাই, একটা ছিঁড়ে ফেলে দেওয়ার আতংকিত আওয়াজ।
কাতরাতে থাকি পূর্ণতার গন্তব্যে না পৌঁছানোর বৃথা চেষ্টায়, এখন এইতো আমার প্রাপ্য।
চেয়ে থাকি একা মনে জানালার ফাঁকে, আকাশ দেখে খুঁজি কোন রং এর কী অর্থ।