" তাহার অপেক্ষায় "


হুট করেই বললে তুমি, আজ নাকি হরতাল।
আচ্ছা আমিতো ভেবেছিলাম
এটা শুধু জীবন চালনায় হয়।
তাহলে মন চালনে কখনো হয় জানতাম না তো!
কারো খেয়ালে খুব পুড়াচ্ছে ভিতর স্পন্দন।
মোহ মায়ায় পুড়া পুড়া গন্ধ ভাসছে বাতাসে।
দিঘল কালো চুলে উষ্কখুষ্ক ভাব।
বাতাসের  তালে তালে উড়ছে না,
মন ভালো নেই সেই দুরন্তপনা এলোকেশের।
গুটিসুটি হয়ে নেতিয়ে রয়েছে হুতাসে।
জানা হয়ে গেলো সে তো আসবে না এইবার।
সে বার যার আগমনে
রঙ লেগেছিল অলিতে গলিতে।
অনেক ব্যাস্ত শহরতলী তে হরতাল পড়েছে যে।
কাঁদোকাঁদো চোখেলাগা বালি গুলা বিরক্ত করছেনা।
টপাটপ না পড়ে বিষাক্ত শিশা হয়ে গড়াচ্ছে।
সেই দিন,সেই মাস, সেই বছরটা
আর ফিরবে না।
সব আশাহীনতায় ভুগছে বারংবার।
দুটি মেরু দু প্রান্তে,তবুও
ভুগাচ্ছে সেই  দুটি চাওয়া মিশে যাওয়া
মন অবরোধ একি নিয়মে।
ঘোলাটে নদীর পানিতে স্বচ্ছতা দেখার স্বাদ আর মিটবেনা হয়তো।
হেসে খেলে বেড়ানো টা না হয় হলোই না।
শহর কি আর নতুন সাজে সাজবেনা?
সেই সুগন্ধি মাখা বাতাসের সনে।