প্রকৃতির কবিতা লিখতে গিয়ে;
গতির কলমে পৌষালি ঝড় তুলে,
আছড়ে পড়ি কাকপল্লী নেশার বাঁকে
টেনেটুনে ছিঁড়ে ফেলি সবুজ আঁচল!
পাহাড়ের চূড়া থেকে বহুদূরে;
এঁদো পুকুর ভরিয়ে কানায় কানায়,
ঝর্ণাকে নামিয়ে আনি সাগরের ঠোঁটে!
আকাশের আকৃতি স্থিতি ভুলে,
কল্পনা খেচর উড়াই দোটানা ডানায়!
অন্তমিল নদীতে হাস্যমিল যদিতে
- আকুতির তৃষ্ণায় মরূকণ্ঠ আর্তনাদ |

রসিক কবি মেধাবী আঙুল বলে কথা;
বনজঙ্গল চাষবাস করি লাঙুল দিয়ে,
    জীবজন্তু চিবিয়ে খাই রোজ
    গিলে যাই মিলামিলের গন্ধভোজ!
জলস্থল অন্তরীক্ষ বর্জ্য ঠাঁসা নাকে,
    প্রবালের পিঠে চেপে ঘুরে আসি
    শব্দদুর্ভিক্ষের জব্দসাধন ঘাটে!
গাছেদের প্রাণ মাছেদের ঘ্রাণ;
উড়ুক্কু চিল শেয়াল শকুন চোখে,
কুকুরের সাথে বিড়ালের রেষারেষি
- সম্পর্কহীন যোগসূত্র দিই ঘটিয়ে |


গিলতেই হবে রসকদম্বের হাঁড়ি;
বাহবা কুড়াতে এই দম্ভ উচ্ছ্বাস,
কোমরে বেঁধে কাগজ প্রেমের দড়ি!
   বিকল্প মগজের চিকন ইঁদুর দাঁতে,
   কুটিকুটি কেটেছি সহচর দিনরাত!
মেনে নাও বন্ধু নকল উপাখ্যান,
জয়ধ্বনি পাবে সমান প্রতিদান!
দোহাই শুধু নামখানি আমার রাখো,
   জীবন আনন্দ যবনছন্দ বিশ্বছবি!
   বিকৃতি প্রেমের আত্মস্বীকৃত গুণী
- নিরানন্দ অভ্যাসী নরমানন্দ দাস ||


<>|||||=--© আগুন নদী ©--||||=--