📌 .......


  আমাদের জামাগুলো আসক্তি আবেশ,
  পোষাকের নামে পরা ইজ্জতি খোলস!
  জমা ধুলো পাল্টাতে মরিয়া রোজ;
  বর্ণালী বোতামের স্বর্ণালী নকশিতে,
  আপ্রাণ খুঁজে ফিরি জামদানি জরিদার!
কামদানি কামদারি সজ্জিত সুবেশ
- শিশি ভরা সুবাসের রঞ্জিত রুধির |


   দেহধারী সম্মান রাখতে ঢাকতে;
   নামধারী আমরা যে খুব নিরলস,
   বেশভূষা ধরতেই কাল শেষ ছারখার!
   বিষণ্ণ পিরানে মাখি জন্তুর ছাল;
   গরদের গরমের মালকোঁচা মেরে,
মানহুঁশ গেঁথে রাখি লজ্জিত আঁকশিতে
- ফিনফিনে সাদা ধুতি ফতুয়া নিখোঁজ |


   মলিন হতে থাকে কুঁচি ভাঁজ ক্রমে,  
   সাদাকালো লালনীল রঙিন সুতো!
   আরামের ব্যারামে উচাটন মন;
   বদলাতে চাই শুধু আংরাখা আচকান,
   চরমে ওল্টাতে শরমের ফুল পাতা!
এভাবে বিলীন হই বর্ণিল ভ্রমে
- বিবর্ণ নিষ্প্রভ কুঁচকানো আলোয়ান |


   ঠকঠক হাঁটাচলা দৌড়ঝাঁপ দিতে;
   শখের অসুখে কেনা উঁচু লালজুতো,
   দিনদিন ক্ষীণ পদে ম্রিয়মাণ প্রাণ!
   কারুকাজ আস্তিনে ঝুলিয়ে ঝুল লতা,
   নিলাজ জড়িয়ে রাখি তন্তুজ বিলাস!
ক্ষণে ক্ষণে রণে মাতি মাটির পুতুল
- বিচিত্র পোষাকে ঢাকি চিত্রল জীবন ||


-<||||||||<><>©আগুন নদী©=<>-