___________________


শরদিন্দুর কোমল রাতে
           গলিত জোছনা মেখে
                   পৃথিবী জেগেই রয়
সঘন নামিলে জলধারা
           শিউলি ঝরিত প্রাতে
                    স্মৃতিরা প্রগাঢ় হয় |


পরাণের আকুলতা আরো
              গহীনে দহন জ্বেলে
                     দ্বিগুণ বাড়িয়া যায়  
মরমের ব্যকুলতা কারো
               বিষণ্ণ বিষাদ ঢেলে
                    মাতমিয়া হায় হায় |


অমানিশা এলে ধরাধামে
          ঘনঘোরে বাড়ে ব্যথা
                 আড়ালে ক্রন্দন জাগে
দিশাহারা ভাষাতীত কথা
             চোখেচোখে জল নামে
                    সুখেদুঃখে অনুরাগে ||


____________________
       ................©..............