__________________


ব্যক্তিগত উড়ালের আয়োজনে;
আশ্চর্য আওয়াজ করতে করতে,
আকাশের ফুটো খুঁজে একদল বাদুড়!
   সংখ্যার আন্দাজ দু-চার কুড়ি হবে;
   শব্দোত্তর তরঙ্গের নিশানা ধরে,
রাতারাতি পাড়ি দিবে চৌথআসমান!
অদমিত হামাগুড়ি অনুভবে;
সংক্রমিত করে দিতে প্রমিত কানন,
আততায়ী প্রাণপণে আকাশগঙ্গা ছুঁতে,
     নিঃশব্দের উল্লাসে মাতে -
নিশাচর সুর ভাসে আলোকবর্ষ দূরে |

দুর্ভাগ্য হায় কাকে বলে;
জাগতিক অবতারে বিনাশী তৎপর,
খানিক পথপাওয়া উৎসাহী আত্মহারা!
   অজানা দিকবাওয়া জানে না সঠিক  
   নিশ্ছিদ্র নিপুণ আকাশ তত্ত্বের নিগূঢ়!
বৈদ্যুতিক তার সেতো চিকন থাকে,
তড়িতাহত পরিণাম বিতাড়িত মৃত!
দিনের আলোয় দেখা যায়:
সারিসারি ঝুলে থাকা স্তন্যপায়ী যারা,
স্বভাবতই ওরা উল্টে থাকা মূঢ় -
সংকল্পের ভুলে পাল্টে যাওয়া জীবিত |


বিলুপ্ত লাল চিল নিখোঁজ হলেও,
কালোকান চিলেরা আজো বিরাজমান!
    একটা শেয়াল থাকলেই চলে;
    জঙ্গুলে রাজাসন পেতে,
অনায়াসে খেয়ে নেয় পোষা মোরগ!
চাতুর্য সীমানার চতুর শালিকের ঠোঁটে,
একঝাঁক গুবরেপোকার অসহায়ত্ব!
টুনটুনির গলায় চাতকের তৃষ্ণা,
দাঁড়কাক ছিঁড়ে রঙিন ময়ুরের পালক!
ভয়ংকর লজ্জার দৃশ্যমান চোটে -
শাবক হরিণ ধরে অপারগ পঙ্গু বাঘ ||


-<>|||© আগুন নদী © ২০২৪|||<>-
___________________