📌....


সংযত হতে পারো চাইলেই ........
সংহত হতে আরো সঙ্গত চেষ্টা,
সময় আহত করে ভেসে যাওয়া নয়!
এখানে যুদ্ধ স্থায়ী ময়দান অস্থায়ী,
আমাদের কারো কিছু জানা নেই  
- চূড়ান্তের মাপকাঠি যোদ্ধার বিজয় |


না চাইতে পাওয়া যতো ..........
মেটাতে পরম বিলাস চরম তেষ্টা,
যথেষ্ট যথেষ্ট এই প্রাণ উপহার!
নিয়মের বই পড়ে শানিয়ে মগজ,
হরদম সংযমে হররোজ মাতো
- নিশ্চিত নিশ্চিত সম্মানী পারাপার |

ভ্রষ্ট অতিথি হয়ে ক্লিষ্ট ভোজে .......
ক্ষণিকের মেহমান ওহে মুসাফির,
ঘনিষ্ঠ জীবন চেয়ে লালসার টানে!
অনিষ্ট গুঁজে রাখা কষ্টের কণ্টকে,
দেয়াল গড়তে শেখা দৃষ্টির মাঝে
- কীভাবে খুঁজে পাবে অসীমের মানে |


দীন সঙ্গ দৌড়ঝাঁপ সয়ে ..........
রণ ভঙ্গ হয়ে যাওয়া ক্ষণবিজিত!
জীবনঘনিষ্ঠ বোধে চোখকান খুলে,
শ্রেষ্ঠ হতে পারো শিষ্ট হৃদয়!
নষ্ট পথে পথে কেন যাবে ক্ষয়ে
- একনিষ্ঠ ভক্তিতে পৌঁছে যাও মূলে |


এসো তবে মোনাজাত হোক........
প্রেমের প্রার্থনা হবে প্রতিক্ষণ শ্বাসে,
খাওয়া বাঁচা চলাচল ঘুমে নির্ঘুমে!
প্রতিপলে ভীত রবো দিশাহীন নয়,
বিজ্ঞ পলকে পলকে কৃতজ্ঞের শ্লোক
- মর্মের ধর্ম যাপিত বর্ম সত্যের চুমে ||


-==<>>© আগুন নদী ©<<>==-
--------=[[|| সমরখন্দ ||]]=--------
____________________